বিজিবি ও বিএটিবি'র মধ্যে বৃক্ষরোপণে সমঝোতা স্মারক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের সচিবালয়ে এ স্মারক স্বাক্ষরিত হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষে বিএটিবি'র আইন ও বৈদেশিকবিষয়ক প্রধান মুবিনা আসাফ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষরের পর বিজিবি মহাপরিচালক সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহযোগিতায় বিএটিবি'র উদ্যোগে কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডসংলগ্ন সবুজ চত্বরে ১টি গাছের চারা রোপণ করে 'বনায়ন প্রজেক্ট'-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, উপ-মহাপরিচালকবৃন্দ, বিজিবি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিএটিবি'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি