৬ মাস পর খুলছে আবাসিক হোটেল বার

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
অবশেষে দীর্ঘ ৬ মাস পর দেশের আবাসিক হোটেলের বারগুলো তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেল। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব হোটেল বার, রেস্টুরেন্ট বার, ক্লাব বার বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জারি করা আদেশে উলেস্নখ করা হয়, কোভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চের সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন শুধু আবাসিক হোটেল বারগুলোর কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হলো।