সাভারে নীলা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাভার প্রতিনিধি
সাভারে ছুরিকাঘাত করে শিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যাকান্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছের্ যাব ৪-এর একটি দল। গ্রেপ্তারকৃত দুজন হলেন আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দীকা (৫০)। এরা হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত মিজানুর রহমানের বাবা-মা। এরই মধ্যে তাদের দুই দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার মুখ্যবিচারিক আদালতের হাকিম ফাইরুজ সালেকিন শুক্রবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেনর্ যাব-৪ সিপিসি ২-এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ। রাত ৮টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর চারীগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি মিজানুর এখনো ধরা-ছোঁয়ার বাইরে। হত্যা মামলায় মিজানের বাবা আব্দুর রহমান ২নং আসামি ও মা নাজমুন্নাহার ৩নং আসামি। র্ যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে নীলা রায় নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর রহমান চৌধুরী। পরে তার বাবা নারায়ণ রায় বাদী হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দুই থেকে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চারীগ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র?্যাব-৪ সিপিসি ২-এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, আসামিদের সাভার থানায় হস্তান্তর করা হবে। সেই সঙ্গে এই মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন।