সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বর্ণের মেডেল জিতল ইঁদুর যাযাদি ডেস্ক কম্বোডিয়ার ভূমিতে স্থলমাইন খুঁজে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্মানজনক স্বর্ণপদক পেয়েছে আফ্রিকান ইঁদুর মাগাওয়া। গন্ধ শুঁকেই মাটির নিচে লুকিয়ে থাকা এই ভয়ানক বিস্ফোরক খুঁজে বের করে। নিজের এই গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে ৩৯টি স্থলমাইন ও ২৮টি অবিস্ফোরিত বোমা খুঁজে বের করেছে সাহসী মাগাওয়া। 'নিজের জীবনের ঝুঁকি নিয়ে কম্বোডিয়ার ভূমিতে ভয়ানক স্থলমাইন খুঁজে বের করে অসংখ্য জীবন বাঁচানো'র অবদানের জন্য মাগাওয়াকে এই সম্মানজনক পদক দিয়েছে ব্রিটেনের দাতা সংস্থা পিডিএসএ। এর আগে আরও ৩০টি প্রাণী এই পদক লাভ করেছে। তবে এই প্রথম কোনো ইঁদুর এই পুরস্কার পেল। পিডিএসএ'র এই পদকের গায়ে খোদাই করে লেখা আছে 'সাহসিকতা বা দায়িত্ব পালনে অবদানের জন্য'। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এখনও প্রায় ৬০ লাখের মতো স্থলমাইন পোঁতা আছে বলে ধারণা করা হচ্ছে। অভিমানে আত্মহত্যা স্কুলছাত্রের কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে পড়ালেখার চাপ সইতে না পেরে অভিমান করে মো. নিবিড় বেপারী (১৩) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিবিড় বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, স্কুলছাত্র নিবিড় বেপারীকে সকল প্রকার আড্ডা বন্ধ করে তার বাবা-মা তাকে পড়ালেখা করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু বাবা-মা পড়ালেখার জন্য চাপ দেয়ায় নিবিড় অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয়। পরে বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে নারী নিহত ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে উজেলার জয়নগর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৪০) মহিলা নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে। এই ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আব্দুর ছাত্তার একটি মামলা দায়ের করেছেন। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নলে আলম সিদ্দিকি ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমতলীতে যুবকের মরদেহ উদ্ধার আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নুর জামাল মোলস্না (৩৫) নামের ওই যুবকের লাশ গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলতাফ হোসেন মোলস্নার ছেলে নুর জামাল মোলস্না রুপক নামের একটি বে-সরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে চাকর করত। গত এক বছর আগে সে ওই সংস্থার চাকরি ছেড়ে বাড়িতে সাংসারিক কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নুর জামাল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার সকালে তার বাড়ির পুকুর পাড়ে একটি গাছের সাথে তোয়ালে পঁ্যাচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা।