গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না : হানিফ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট আয়োজিত 'উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুব-উল-আলম হানিফ - বাংলা নিউজ
অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না উলেস্নখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এ দেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট আয়োজিত 'উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হানিফ। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি নেতাদের দ্রম্নত চোখের চিকিৎসা করানো প্রয়োজন। কারণ, তারা চোখে উন্নয়ন দেখেন না। এই সরকারের উন্নয়ন যারা দেখে না, তারা আসলে চোখ থাকতে অন্ধ। তাদের চোখে ছানি পড়েছে। তাদের দ্রম্নত চোখের চিকিৎসা করা দরকার। তিনি বলেন, শেখ হাসিনা নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন, যদি দেশের মধ্যে বিভেদ না থাকত। যদি না উন্নয়নমূলক কর্মকান্ডে বাধা আসত। তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে দুর্বলতা থাকলেও আমরা বাংলাদেশকে সব ক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে গেছি। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।