করোনা থেকে বিএনপি রাজনৈতিক ইসু্য খুঁজছে :কাদের

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার করোনা মোকাবিলায় সফল হলেও একটি দল অবিরাম সমালোচনা করে যাচ্ছে। যারা আশঙ্কা করেছিলেন প্রচুর মানুষ মারা যাবে, সেটা হয়নি বলে তারা হতাশ হয়েছেন। করোনা থেকে বিএনপি রাজনৈতিক ইসু্য খোঁজার চেষ্টা করছে। মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং বই বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদ এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে সরাসরি যুক্ত হন তিনি। অনুষ্ঠান দুটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী, সদস্য সচিব কে এম শহিদুলস্নাহ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক ইসু্য না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইসু্য নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে। দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি। বিএনপি সাম্প্রদায়িক চেতনা লালন করে। সেতুমন্ত্রী বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক, সরকারপ্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন। তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা-ভাসাতে দেননি। সরকারপ্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন। তিনি বলেন, নেতাকর্মীরা করোনাকালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা স্মরণীয়। স্বেচ্ছাসেবক লীগের জমাকৃত পূর্ণাঙ্গ কমিটি দলীয় সভাপতির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে।