বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা-৫ উপনির্বাচন

প্রার্থীদের জমজমাট প্রচারণা ভোটারদের উৎসাহ

যাযাদি রিপোর্ট
  ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০৭

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের প্রচারণা চলছে। সবপক্ষই নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি নেতাকর্মীদের এক সুতায় বাঁধার চেষ্টা অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ : উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পথসভা ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে গণসংযোগটি ধোলাইপাড় থেকে শুরু করে পশ্চিম যাত্রাবাড়ি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টনি টাওয়ারের কাছে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত নূরসহ স্থানীয় কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাতুয়াইলের মুসলিমনগর, জিরো পয়েন্ট, কোনাপাড়া ও মৃধাবাড়ি এলাকায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি : বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কদমতলীর ৬১ নম্বর ওয়ার্ডের কুদারবাজার মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে বাবর আলী মার্কেট, হাজি নাসির উদ্দিন রোড, সরাই মসজিদ রোড, হাজি কমর আলী সড়ক, দক্ষিণ কুতুবখালির বিভিন্ন গলি, উত্তর কুতুবখালি খালপাড়, দনিয়া কবরস্থান রোড এবং দনিয়া রোডসহ দনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে যান বিএনপি প্রার্থী। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, ৬১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও দনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুম্মন মিয়াসহ কয়েকশ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমেদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে থাকার প্রতিশ্রম্নতি দিয়ে বলেছেন, এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জাতীয় পার্টি :হুসেইন মুহম্মদ এরশাদের ঋণ শোধ করতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মীর আবদুস সবুর আসুদ। সোমবার সায়েদাবাদ, গোলাপবাগ ও মানিকনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় মীর আবদুস সবুর আসুদ বলেন, সায়েদাবাদ টার্মিনালসহ এই এলাকার উন্নয়নে পলস্নীবন্ধুর আবদান মানুষ ভুলবে না। তার অসমাপ্ত কাজ করার জন্য লাঙ্গল প্রতীকে ভোট চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে