যায়যায়দিনে খবর প্রকাশের জের খবিরের ৬ মণ কয়েনই নিচ্ছে সোনালী ব্যাংক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
অসহায়ের সহায় হয়ে বিপদে পড়া দরিদ্র সবজি বিক্রেতা খাইরুল ইসলাম খবিরের মুখে হাসি ফুটেছে। তার জমানো ৬ মণ কয়েন নিতে শুরু করেছে সোনালী ব্যাংক। আর এ কয়েন বিনিময়ের শুভবার্তা এনে দেয় দৈনিক যায়যায়দিন। গত ১৭ অক্টোবর যায়যায়দিনের শেষ পাতায় '৬ মণ কয়েন নিয়ে বিপদে সবজি বিক্রেতা খবির' শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। খবরে বলা হয়, দরিদ্র ভিক্ষুকদের হাত পেতে আনা এক টাকার কয়েন অন্য ব্যবসায়ীরা না নিলেও মানবিকতা বিবেচনায় কাউকেই ফিরিয়ে দেননি ওই সবজি বিক্রেতা। কয়েনের বিনিময়ে তিনি সবজি বিক্রি করেছেন। অন্যের উপকার করে করে তিনিই এখন বিপদের মুখে। ১০ বছর থেকে জমা হওয়া প্রায় ৬০ হাজার টাকার ৬ মণ ওজনের কয়েন এতদিন অলস পড়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। পাঠকদের কাছে ব্যাপক আলোচিত এবং সমাদৃত হওয়া এ সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের গোচরে এলে তিনি বাংলাদেশ ব্যাংক, খুলনার কার্যালয়ে যোগাযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখাকে খবিরের কয়েন গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সবজি বিক্রেতা খাইরুল ইসলাম খবির স্থানীয় সোনালী ব্যাংকে কয়েন জমা দেন। একবারে না হলেও পর্যায়ক্রমে খবিরের ঘরে জমাকৃত ৬ মণ কয়েনই সোনালী ব্যাংক গ্রহণ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ প্রসঙ্গে ৬ খাইরুল ইসলাম খবির যায়যায়দিনকে বলেন, আমি খুব খুশি। আপনাদের কারণে আজ আমি বিপদ থেকে মুক্ত হয়েছি। অনেক উপকার পেয়েছি। তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং যায়যায়দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।