নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা তিন কেয়ারটেকারসহ আটক ৪

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের লাশের ময়নাতদন্ত শনিবার সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দ দাস নামে বাড়ির তিন কেয়ারটেকারসহ ৪ জনকে আটক করেছে। এদিকে, হত্যার ঘটনা তদন্তে শুক্রবার রাত থেকেই তদন্তে নেমেছে পিবিআই, সিআইডি ওর্ যাব। নিহতের স্বজনরা জানান, তার স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপ-পরিচালক। দুই ছেলেমেয়ের মধ্যে ইন্দ্রোজিৎ রায় রবি কোম্পানির ইঞ্জিনিয়ার এবং মেয়ে ইন্দ্রিরা রায় ডাক্তার। শিক্ষক অরুণ কুমার রায় ৩ জন কেয়ারটেকার নিয়ে বাড়িতে একাই থাকতেন। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে গিয়ে কলাপসিবল গেটের কলিংবেল চাপার পর কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তিনি বাসায় ঢুকে দোতলায় তার বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্ত্রী নিভা রানী পাঠক বলেন, 'আমার স্বামী একজন নিরীহ লোক, এলাকায় তার কোনো শত্রম্ন থাকতে পারে না। কে বা কারা তাকে এভাবে হত্যা করল তার বিচার চাই।' নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রম্নতাবশত কেউ তাকে হত্যা করতে পারে। পুলিশ ছাড়াও পুলিশের অন্যান্য ইউনিট তদন্ত কাজ করছে।