বিএনপি আমাদের শক্র নয়, মহাসচিব সজ্জন মানুষ

নোয়াখালীতে ওবায়দুল কাদের

প্রকাশ | ০১ নভেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ০১ নভেম্বর ২০২০, ১০:৫৪

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ওবায়দুল কাদের

দলীয় পরিচয় কোনো অপরাধীর রক্ষাকবচ হতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'যে কোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। উন্নয়ন যতই হোক সবকিছু ম্স্নান হয়ে যায় দু-একটা নেতিবাচক ঘটনায়।' শনিবার দুপুরে কনফারেন্সের মাধ্যমে ২৩ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও বাস টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সামসুন্নাহার। নোয়াখালীর একলাশপুরে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং ধর্ষণের যে সব ঘটনা ঘটেছে তাতে এ জেলার মানুষ হিসেবে আমি নিজেও লজ্জিত এবং মর্মাহত।' নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 'কঠোরভাবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। গুটিকয়েক অপরাধীর জন্য শেখ হাসিনা সরকারের উন্নয়ন ম্স্নান হতে পারে না। জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী সামাজিক অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।' জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'যারা সন্ত্রাসী এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের আমলনামা শেখ হাসিনার হাতে আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অপরাধী পোষণের সংস্কৃতি বন্ধ করতে হবে।' এ সময় মন্ত্রী বলেন, 'দেশের সব পৌর মেয়রকে বলব স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।' ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধিতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেওয়া হয়নি।' তিনি বলেন, 'আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।'