শোলাকিয়া হামলা: ২৩ জনকে আসামি করে চাজির্শট দাখিল

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে জঙ্গি হামলার ঘটনায় ২৩ জনকে আসামি করে আদালতে চজির্শট দাখিল করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টায় জেলা পুলিশ সুপারের কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। পুলিশ সুপার বলেন, ‘মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পশর্কাতর হওয়ায় সুচারুভাবে তদন্ত কাজ সম্পন্ন করতে তুলনামূলক বেশি সময় লেগেছে। চাজির্শটে যে ২৩ জনকে আসামি করা হয়েছে তারা সবাই বাংলাদেশে চাঞ্চল্যকর জঙ্গি হামলার সঙ্গে জড়িত। এর মধ্যে ১৮ জন পুলিশের বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছে। বাকি পঁাচজন শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলায় সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা এখন কারাগারে রয়েছে।’ উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর জঙ্গি হামলা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হন। এ ছাড়া পুলিশের গুলিতে মারা যায় দুই জঙ্গি।