কাপাসিয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
ভেজালবিরোধী অভিযানে গাজীপুরের কাপাসিয়ায় চার ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে কাপাসিয়া বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও ভেজাল মিশ্রিত পণ্য রাখার দায়ে ড্রিম ক্যাফের স্বত্বাধিকারী এ আর রুবেলকে ৪ হাজার টাকা, মুসলিম সুইটমিটের স্বত্বাধিকারী খোরশেদ আলমকে ৫ শত টাকা, সুপার স্টার মিষ্টান্ন ভাÐারের স্বত্বাধিকারী স্বপন সাহাকে ১ হাজার ৫ শত টাকা ও ভাই ভাই মিষ্টান্ন ভাÐারের স্বত্বাধিকারী রঞ্জিত দাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর নাহিদ পারভেজ ও এএসআই মাসুদের নেতৃত্বে কাপাসিয়া থানা পুলিশ।