গণতন্ত্র নয় দেশে চলছে আওয়ামীতন্ত্র : গয়েশ্বর

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে এখন গণতন্ত্র নয়, আওয়ামীতন্ত্র চলছে। এই আওয়ামীতন্ত্র প্রতিহত না করতে পারলে গণতন্ত্র কখনোই ফিরে আসবে না। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশ আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রবীণ সাংবাদিক আবুল আসাদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ কারাবন্দি সব সাংবাদিকের মুক্তি দাবি এবং সাগর-রুনিসহ হত্যাকান্ডের শিকার সব সাংবাদিকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই অনশনের আয়োজন করা হয়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বিএফইউজে সভাপতি এম আব্দুলস্নাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের স্বাধীনতার চেতনা আজ দুর্নীতির ব্যাপকতায় বিলীন হয়ে গেছে। সরকারি দলের লোকের স্বাধীনতার চেতনা আর নারী নির্যাতনের চেতনাকে এক মাপে পরিমাপ করে। একাত্তরে মা-বোনের ইজ্জতের ওপর হামলা করেছে বলে পাকিস্তানি বাহিনীকে বর্বর বাহিনী বলি। আর আজকে যারা মা-বোনের ওপর হামলা করে, নারী-নির্যাতন করে, তাদের অপমান করে তারাও পাকিস্তানি বাহিনীর সমতুল্য বা তার চেয়ে বেশি। গণতন্ত্র যেখানে থাকে না সেখানে ?সব মানুষ বা পেশার মানুষ অধিকারহীন হয়। তা সাংবাদিক হোক আর অন্য যেই পেশা হোক। তাই তাদের যদি প্রতিরোধ করতে না পারেন বা পতন ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র পুনবার্সিত হবে না, গণতন্ত্র সংবিধানে প্রতিস্থাপিত হবে না। বিএফইউজের সভাপতি এম আব্দুলস্নাহর সভাপতিত্বে এবং সহকারী মহাসচিব শফিউল আলম দোলন ও ডিইউজে নেতা এইচ এম আলামিনের পরিচালনায় জাতীয় প্রেসক্লাব সাবেক সভাপতি শওকত মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজের মহাসচিব রুহুল আমিন রোকন, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেইন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।