মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের একজনের জামিন

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে নিয়মিত হাজির হওয়ার শতের্ নড়াইলের মো. বদরুদ্দোজার জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তজাির্তক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তিনি বলেন, দুঘর্টনায় আক্রান্ত হয়ে আসামির পা ভেঙে গেছে। তিনি অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। তাই তাকে জামিন দেয়া হয়েছে। জামিনের শতর্ পালন না করা হলে তার জামিন বাতিল করা হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।