শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার জানকিছড়ার লিচু বাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, লিচু বাড়ি এলাকায় মাঠের কাছে একটি ছাগলের চিৎকার শুনে ওই এলাকার কয়েকজন এগিয়ে দেখতে পান সাপটি ছাগলটিকে খাওয়ার জন্য পেঁচিয়ে রেখেছে। এ সময় স্থানীয় লোকজন অজগরটিকে তাড়া করলে ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপঝাড়ে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল জানান, অজগরটি ছাগলের সারা শরীর পেঁচিয়ে ফেলার কারণে ছাগলটি মারা গেছে। অজগরটি সুস্থ রয়েছে এবং বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে বনে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।