ঘূর্ণিঝড় নিভারে বিধ্বস্ত ভারতের দক্ষিণ উপকূলীয় এলাকা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
ঘূর্ণিঝড় নিভারে লন্ডভন্ড ভারতের দক্ষিণ উপকূলীয় এলাকা। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বিদু্যৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে তিনজনের মৃতু্য হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে তামিলনাড়ুর উপকূলীয় শহর মারাক্কানামে আছড়ে পড়ে নিভার। পঁদুচেরি থেকে ৩০ কিলোমিটার দূরের শহর মারাক্কানামে আঘাত হানার সময় নিভারের গতিবেগ ছিল ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে আকস্মিক বন্যা দেখা যায়, এতে ডুবে গেছে বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয় চেন্নাই বিমানবন্দর। রাজ্যের সাতটি জেলায় দূরপালস্নার বাস চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড়ের আগেই তামিলনাড়ুর প্রায় দেড় লাখ বাসিন্দাকে ১৫শ'র বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।