সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বস্তা মাথায় খাল পার হতে গিয়ে মৃতু্য \হমতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুর মতলব উত্তরে ধানের বস্তা মাথায় নিয়ে খাল পার হতে গিয়ে খালের পানিতে তলিয়ে খালেক আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে ওই উপজেলার এখলাশপুর বোরচর গ্রামে মৃতু্যর ঘটনা ঘটে। নিহত খালেক আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা গ্রামের হাসান আলীর ছেলে। নিহতের ফুফাত ভাই রিপন মিয়া জানান, তারা ৮০ জন শ্রমিক গত ২৫ দিন ধরে মতলব উত্তর উপজেলার এখলাশপুরে কৃষি কাজ করতে আসেন। দুপুরের দিকে খালেকসহ কয়েকজন শ্রমিক বীজ ধানের বস্তা মাথায় করে খাল পার হচ্ছিলেন। সময় হঠাৎ করে খালের পানিতে তলিয়ে যান খালেক। অন্য শ্রমিকরা মিলে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চিত্রা নদীতে ডুবে শিশুর মৃতু্য \হকালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে পড়ে হুসাইন (২) নামে দুই বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় চিত্রা নদীতে পড়ে সে মারা যায়। নিহত শিশু হুসাইন নিশ্চিন্তপুর এলাকার নাহিদ হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। শিশুর বাবা নাহিদ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশেই খেলা করছিল। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে হুসাইনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অন্তঃসত্ত্ব্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার \হস্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ বর্ষা রানী (১৯) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ তার নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে। বর্ষা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর বড়দহ গ্রামের সুমন চন্দ্রের স্ত্রী। পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূর শয়নকক্ষ থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানায়, বর্ষা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ব্যাপারে নিহতের বাবা মানিক দাস বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন। শনিবার লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিমান করে আত্মহত্যা \হযাযাদি ডেস্ক যশোরের মনিরামপুরে মায়ের ওপর অভিমান করে পরশ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে। পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে মনিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকত। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজঘরে সে ঘুমাতে যায়। সন্ধ্যা হলেও বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন দরজা খুলে দেখে, নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় অপমৃতু্য মামলা দায়ের করা হয়েছে।