সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সরীসৃপের জন্য সেতু \হযাযাদি ডেস্ক ভারতের পর্বতময় উত্তরাখন্ড রাজ্যের বন কর্মকর্তারা সরীসৃপ ও অন্যান্য ছোট প্রাণীদের বনের ভিতর দিয়ে যাওয়া মহাসড়ক পারাপারের জন্য একটি সেতু তৈরি করে দিয়েছেন। সেতুটির দৈর্ঘ্য ৯০ ফুট; যা বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি। নাম রাখা হয়েছে 'ইকো সেতু'; ভারতীয় গণমাধ্যমের দাবি, এ ধরনের সেতু এখন পর্যন্ত আর কোথাও হয়নি। চন্দ্র শেখর জোশি নামে রাজ্যের একজন বন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, 'এই মহাসড়কে পর্যটকদের গাড়ির নিচে পড়ে অনেক সরীসৃপ ও অন্যান্য প্রাণী মারা যায়। প্রাণীদের চলাফেরা নিরীক্ষণ করার জন্য কর্মকর্তারা সেতুটির উভয় পাশে ক্যামেরা বসিয়েছেন।' একজন বন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে বলেছেন, 'এটি একটি গভীর বন। হাতি, চিতা বাঘ, হরিণ, বনগরুর মতো প্রাণীও এই এলাকা দিয়ে চলাচল করে। দূর থেকেই চালকরা তাদের দেখতে পায় আর গাড়ির গতি কমাতে বা গাড়ি থামিয়ে দিতে পারে, কিন্তু তারা খুব কমই সাপ, গিরগিটি, গুইসাপ বা কাঠবিড়ালির জন্য এমনটি করে।' এই সেতুটি ছোট প্রাণী ও সরীসৃপদের রক্ষা করতে সহায়তা করবে বলে আশা করছেন রাজ্যটির বন কর্মকর্তারা। পানিতে ডুবে শিশুর মৃতু্য \হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিপা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। শিপা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর খাড়িরপাড়ের আরিফুর রহমান রিংকুর মেয়ে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, আদমদীঘির কোমারপুর খাড়িরপাড়ের ধান ব্যবসায়ী আরিফুর রহমান রিংকু মঙ্গলবার দুপুর ২টায় বাড়ির পাশে একটি ডোবার পানিতে ধান ভেজাতে যান। এ সময় শিপা তার বাবার পিছু পিছু গিয়ে ওই ডোবার পাড়ে যায়। কিন্তু বিষয়টি রিংকু খেয়াল করেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে শিপাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃতু্য \হগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার নিজ বাড়িতে রুমা বেগম (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃতু্য হয়েছে। তিনি উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামের আলতাফ রাঢ়ীর স্ত্রী। গলাচিপা থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় ওই গৃহবধূর ছেলে রিফাত (১৬) তার মাকে ঘরে অবস্থিত খাটের ওপর ছটফট করতে দেখে দৌড়ে গিয়ে বাবা আলতাফ রাড়ীকে জানান। পরে বাড়ির লোকজন রুমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। স্বর্ণের বারসহ দম্পতি আটক \হনাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৮টি স্বর্ণের বারসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত এলাকার প্রধানঝিরি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই গ্রামের মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়িতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রত্তি। এ ঘটনায় ফারুক ও তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়।নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।