বই বিতরণের দিন ভর্তি কার্যক্রম নয়

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পাঠ্যপুস্তক বিতরণের দিন অর্থাৎ ১ জানুয়ারি কোনো ভর্তি কার্যক্রম চালাতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। খুব শিগগিরই অধিদপ্তরগুলো থেকে স্কুল ও মাদ্রাসাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। প্রতি বছরই পাঠ্যপুস্তক বিতরণের দিন অনেক প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলে। বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তুক বিতরণ করা হলেও ভর্তির জন্য টাকা নেওয়া হয়। ফলে অনেকেই ভাবে শিক্ষার্থীদের টাকার বিনিময়ে বই দেয়া হচ্ছে। ফলে বিব্রতকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।