অনুমোদনের অপেক্ষায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ হাজার ১৬৮ জনবল সংবলিত অর্গানোগ্রাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুমোদন হলেই ৫৩টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এর ফলে বছরে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী কৃষি শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ডুমুরিয়া উপজেলার বিলতবলা এলাকায় ১ হাজার ৫শ' একর জমি অধিগ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই, স্বল্প ও দীর্ঘমেয়াদি মাষ্টার পস্ন্যান প্রণয়ন এবং প্রয়োজনীয় জরিপ কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০১৯ সালের ৪ এপ্রিল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই ভাড়া করা ভবন আর অতিথি শিক্ষক দিয়ে কাজ চলতে থাকে। এখন বিভিন্ন বিভাগে ৩০ জন শিক্ষক যোগদান করেছেন। আধুনিক কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে ৪ কোটি ৯৩ লাখ টাকার একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প পাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ২০১৫ সালের ৫ জুলাই জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পাস হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার ড. খন্দকার মাজহারুল আনোয়ারের কঠোর পরিশ্রমের ফলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আজ পূর্ণতা লাভ করতে চলেছে। বিজ্ঞপ্তি