জাতিসংঘ বিরক্ত হয়ে ফখরুলকে তলব করেছে: কাদের

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নিবার্চনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগঁাও শিল্প এলাকায় সড়ক ভবন নিমার্ণকাজের অগ্রগতি পরিদশর্ন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা সম্পকের্ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো এখন পুরোপুরি একটি নালিশ পাটিের্ত পরিণত হয়েছে। তারা যে একটি নালিশ পাটির্ তারা তা বারবার প্রমাণ করেছে। জাতিসংঘে গিয়েও তারা তারই পুনরাবৃত্তি করবে। তিনি বলেন, কোনো দেশে সংকট থাকলে তা নিরসনের জন্য জাতিসংঘ তাদের একজন দূত পাঠায়। তিনি ওই সংকট নিরসনের জন্য প্রচেষ্টা চালান। বতর্মানে দেশে কোনো সংকট না থাকায় তারা কোনো দূত পাঠায়নি। কাদের বলেন, কিন্তু এরপরও বিএনপির নেতারা এত নালিশ শুরু করেছে যে জাতিসংঘও বিরক্ত হয়ে তাদের নালিশ শোনার জন্য মিজার্ ফখরুল ইসলাম আলমগীরকে তলব করেছে। অবশ্য আমাদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তবে জাতিসংঘে তাকে কেন ডাকা হয়েছে তা নিয়ে আমরা তড়িঘড়ি করে কোনো মন্তব্যও করতে চাই না। তিনি বলেন, জাতিসংঘ বিশ্বের আন্তঃরাষ্ট্রিক সবোর্চ্চ একটি ফোরাম। রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের পাশে এসে দঁাড়িয়েছে। তাই এ বিষয়ে অহেতুক মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় নিবার্চন নিয়ে আলোচনা করবে কি না তা আমরা জানি না। তারা অবাধ, সুষ্ঠু নিবার্চন চাইতে পারে। আমরাও সে ধরনের নিবার্চনই চাই। তিনি বলেন, ‘আমরা সংবিধানের বাইরে কারো চাপের কাছে নতি স্বীকার করব না। সংবিধান অনুযায়ী দেশে নিবার্চন হবে। নিবার্চন চলাকালে নিবার্চন কমিশনকে (ইসি) স্বাধীন ও কতৃর্ত্বপূণর্ দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে মাত্র।’ ভারতের আসামের নাগরিক পঞ্জি-বহিভূর্ত অধিবাসীদের বিতাড়নের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (ভারত) এখনও এ প্রক্রিয়া চূড়ান্ত করেনি। পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি দেখা হবে। ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিমির্ত ১২ তলা ভবনটি উদ্বোধন করবেন। এ ভবনের নিমার্ণকাজ শেষ পযাের্য় রয়েছে। এখন ইনটেরিয়রের কাজ চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অথার্য়নে ভবনটি নিমির্ত হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।