দ্বিতীয় উষ্ণতম বছর হচ্ছে ২০২০ সাল : জাতিসংঘ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
জলবায়ুর প্রভাবে তাপদাহ, খরা, দাবানল ও প্রবল ঘূর্ণিঝড়-আবহাওয়া সংক্রান্ত এ পাঁচটি বিষয়ের তথ্য বিবেচনায় নিয়ে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২০ সাল। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডবিস্নউএমও) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি নিউজ। চলতি বছরের প্রচন্ড গরম অস্ট্রেলিয়া, সাইবেরিয়া ও যুক্তরাষ্ট্রে ব্যাপক দাবানলের কারণ হয়। বিশাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এসব আগুনের ধোঁয়া বিশ্বজুড়ে মেঘের মতো স্তর তৈরি করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বক্তৃতায় এজন্য মানুষের কর্মকান্ডের ফলে সৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকে দায়ী করেছেন। ডবিস্নউএমও জানিয়েছে, পরিবর্তনের চিত্র তুলনামূলক কম দেখা গেলেও সমুদ্রের তাপমাত্রা বেড়ে রেকর্ড স্তরে উন্নীত হয়েছে। বিশ্বের মোট সমুদ্র অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকায় সামুদ্রিক দাবদাহ দেখা গেছে। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে লাগাম টানার আর্তি জানিয়ে ডবিস্নউএমওর মহাসচিব পেতেরি তালাস বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ২০২০ আমাদের জলবায়ুর জন্য আরেকটি অস্বাভাবিক বছর হতে যাচ্ছে। ডবিস্নউএমও জানিয়েছে, ২০১৯ সালে গ্রিনহাউজ গ্যাসের ঘনত্ব নতুন রেকর্ডে পৌঁছায় আর চলতি বছর কোভিড-১৯ জনিত লকডাউনের কারণে নিঃসরণের পরিমাণ কম হলেও ঘনত্ব বেড়েছে। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের ভিত্তি তাপমাত্রা থেকে প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উপরে ছিল।