কাগজে কলমে সবই ঠিকঠাক!

মহম্মদপুরে ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
৩৯ জনের স্থলে ১৯ জন। ৫৮ জনের স্থলে ২০ জন। ৩২ জনের স্থলে ১২ জন কাজ করছেন। তবে কাগজে কলমে সবই ঠিক রাখা হয়েছে। মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৪০ দিনের কর্মসূচিতে ওই অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে সবকিছু ঠিক রাখা হলেও প্রকৃতপক্ষে কমসংখ্যক শ্রমিক কাজ করছেন। স্থানীয়রা জানান, কর্মসূচির আওতায় যে পরিমাণ লোক নেওয়ার কথা তা না নিয়ে অল্পসংখ্যক লোক নিয়ে কাজ করানো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুখালী ইউনিয়নের ১, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের কাঁচা রাস্তায় অল্পসংখ্যক শ্রমিক কাজ করছেন। কতজন কাজ করছেন এবং থাকার কথা কতজন জানতে চাইলে ৮ নম্বর ওয়ার্ডের একজন বলেন, আমাদের ৩৯ জনের টিম। কিন্তু আমরা মাত্র ১৯ জন কাজ করছি। ৬ নম্বর ওয়ার্ডে কাজ করছেন এমন একজন জানান, সুবিধাভোগী ৫৮ জন কিন্তু আমরা কাজে আছি ২০ জন। ১ নম্বর ওয়ার্ডের চলিস্নশ দিন কাজের টিম লিডার বলেন, আমাদের সুবিধাভোগী ৩২ জন থাকার কথা থাকলেও মঙ্গলবার আছে ১২ জন। ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও চলিস্নশ দিনের কর্মসূচি প্রকল্পের সভাপতি ফকরুল আলম বিরুল জানান, তার এবং পার্শ্ববর্তী মতিয়ার মেম্বারের লোকজন মিলে এই দুই ওয়ার্ডে কাজ করছে। এক টিমে ৪৪ জন শ্রমিক থাকার কথা থাকলেও নিজেদের কাজের ব্যস্ততায় অনেকে আসতে পারেননি। ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ইসমাইল জনান, ৫৮ জনের দুই গ্রম্নপে দুই জায়গায় কাজ করার কথা। ১ নম্বর ওয়ার্ড মেম্বার রজব আলীকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোমিনুল ইসলাম বলেন, এরকম ঘটনা ঘটে থাকলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।