শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেনমার্কের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে চায় বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছাতে আগ্রহী বলে মন্তব্য করেছেন ডেনমার্কে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলস্নামা সিদ্দিকী। কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত একটি বিজনেস নেটওয়ার্কিং সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার ডেনমার্কের বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাস ও ডেনিশ ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বাণিজ্য-বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

করোনা পরিস্থিতি সত্ত্বেও দূতাবাসে অনুষ্ঠিত সেমিনারে সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি, ডেইরি, খাদ্য নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই নগরায়ণ খাত, ডেনিশ চেম্বারসহ বিভিন্ন চেম্বারের সিইও ও প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্ভাবনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আলস্নামা সিদ্দিকী আরও উলেস্নখ করেন, বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে বদ্ধ পরিকর। বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে লাভবান হতে ডেনিশ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের স্বতঃস্ফূর্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বিগত বছরগুলোতে ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ আশাব্যঞ্জক হারে বেড়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরে ডেনমার্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৭৩১ মিলিয়ন মার্কিন ডলার। ডেনমার্ক থেকে আমদানির পরিমাণ ছিল ১২০ মিলিয়ন মার্কিন ডলার। ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে সবুজ প্রযুক্তি, ডেইরি, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য প্রযুক্তি, খাদ্য প্রযুক্তি ও ঔষধশিল্পে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়ার বিশাল সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর শাকিল শাহরিয়ার। সঞ্চালনা করেন দ্বিতীয় সচিব মেহেবুব জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে