সরকারের সাফল্য অজর্ন নিয়ে প্রেসব্রিফিং

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
সরকারের সাফল্য, অজর্ন, উন্নয়ন ভাবনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহার রোধে গাইবান্ধার ফুলছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার ফুলছড়ি উপজেলার জমিলা আক্তার উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান। জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঈসা খঁানের সভাপতিত্বে শুরুতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবতর্ন, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকের অপব্যবহার রোধ, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কাযর্ক্রম ও সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম। অথৈর্নতিক এবং সামাজিক বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সহকারী তথ্য অফিসার হায়দার আলী, জমিলা আক্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার, মাওলানা মাহাবুর রহমান, সুলতান খঁান প্রমুখ।