চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় চারজনের যাবজ্জীবন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দশ বছর আগে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন ভুঁইয়া এই রায় দেন। আসামিরা হলেনÑআজিম উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান ও শাহাবুদ্দিন। সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হ্নীলা এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জয়নালের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ মে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে আসামি আজিম উদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তিনি জবানবন্দিতে বলেন, জয়নালের দোকানে মালামাল বিক্রি করতে গেলে তার সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মনোরঞ্জন দাশ জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। দÐাদেশ পাওয়া চার আসামির মধ্যে আজিম কারাগারে। বাকি তিনজন জামিনে গিয়ে পলাতক।