পুলিশকে সাত দিনের আলটিমেটাম

আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয় না

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে প্রতিনিয়ত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ এ পযর্ন্ত একটি মোটরসাইকেল উদ্ধার কিংবা চোরকে ধরতে পারেনি। ফলে চোরেরা সাহসী হয়ে এবার রাস্তা-ঘাট, বাজার ছেড়ে বাসা-বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে অথবা গ্রিল কেটে মোটরসাইকেল চুরি করছে। মাঝেমধ্যেই এভাবে মোটরসাইকেল চুরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এ উপজেলার মোটরসাইকেল মালিকরা। জানা গেছে, গত ৬/৭ মাসে এ উপজেলায় প্রায় ১৮টি মোটরসাইকেল চুরি হয়েছে। ১৫ আগষ্ট আদমদীঘি থানার সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খানের ১৫০ সিসি’র একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার ঠিক একমাসের মাথায় ১৫ সেপ্টেম্বর একই ব্যক্তির বাড়ির গ্রিল কেটে ফের ১৫০ সিসি’র পালসার মোটরসাইকেল চুরি হয়। উপজেলায় মোটরসাইকেল চুরি ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকমীর্র থানায় উপস্থিত হয়ে ওসি তদন্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলে ৭ দিনের আলটিমেটাম দেন। এই ৭ দিনের মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধার না হলে জনসাধারণ রাস্তায় নামতে বাধ্য হবে বলে তাকে জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল উদ্ধারের ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।