৬ লাখ শিশুকে কৃমিনাশক খাওয়ানো হবে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে ৫ থেকে ১৬ বছর বয়সী ৫ লাখ ৯৫ হাজার ৯ জন শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে জেলা সদরে ১ লাখ ২৩ হাজার ৪৫৯, ডোমারে ৭৭ হাজার ১১৩ জন, ডিমলায় ৯৪ হাজার ৫০০, জলঢাকায় ১ লাখ ৩৪ হাজার, কিশোরগঞ্জে ৭৪ হাজার ৯৪৮, সৈয়দপুরে ৩৪ হাজার ৭৮১, সৈয়দপুর পৌরসভা ৩৮ হাজার ৩৭১, নীলফামারী পৌরসভা ১৭ হাজার ৮৩৭ শিশুকে ওই ট্যাবলেট খাওয়ানো হবে। মঙ্গলবার দুপুরে নীলফামারী সিভিল সাজর্ন কাযার্লয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সাজর্ন (ভারপ্রাপ্ত) ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন, জেলা শিক্ষা কমর্কতার্ শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কমর্কতার্ মো. ওসমান গণি, সিভিল সাজর্ন কাযার্লয়ের আবাসিক চিকিৎসা কমর্কতার্ ডা. আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা শিক্ষা কমর্কতার্ এনামুল হক সরকার প্রমুখ। ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর জেলার ৬ উপজেলার ১ হাজার ৬৮২টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীের্দর ৫০০ মিলিগ্রাম করে ১টি মেবেনডাজল ট্যাবলেট খাওয়াবেন স্বাস্থ্যকমীর্রা।