নবনিমির্ত ব্রিজের সংযোগ সড়কে ধস

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ ভায়া পঞ্চপুকুর হয়ে নীলফামারী সড়কের কচুকাটা বাজিপাড়া ঘাটের চাড়ালকঁাটা নদীর উপর নবনিমির্ত আরসিসি গাডার্র ব্রিজের সংযোগ সড়কটিতে ধস নেমেছে। ব্রিজটি নিমাের্ণর সাড়ে পঁাচ মাসের মাথায় সংযোগ সড়কে এ ধস নামে। স্থানীয়রা জানান, ধস বৃদ্ধি পাওয়ায় ব্রিজের ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূণর্ হয়ে পড়েছে। ফলে এ পথে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ভারী বষর্ণ ও ঢলের পানির চাপে ব্রিজের পূবর্ প্রান্তের সংযোগ সড়ক ধসে গেছে। দ্রæত এটি মেরামত ও সংস্কারের ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত¡াবধানে ৫ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে ১৪৪ মিটার দীঘর্ আরসিসি গাডার্র ব্রিজটি নিমার্ণ করা হয়। ২০১৪ সালের ১০ আগস্ট এ ব্রিজের নিমার্ণ কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ মাচর্ নিমার্ণ কাজ শেষ হয়। এরপর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ব্রিজটি।