আকিফার মৃত্যু: বাস চালক রিমান্ডে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু আকিফা খাতুনের মৃত্যুর ঘটনায় বাসের চালক মহিত মিয়া খোকনকে দুইদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। বুধবার কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এমএম মোশের্দ এ আদেশ দেন বলে আদালত পলিশের পরিদশর্ক মনিরুজ্জামান জানান। গত ২৮ আগস্ট কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড়ে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু আকিফা। দুই দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়। আকিফার বাবা হারুনর রশিদ ৩০ আগস্ট গঞ্জেরাজ পরিবহনের চালক মহিত মিয়া ওরফে খোকন, তার সহকারী ইউনুস মাস্টার এবং বাস মালিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার পর ৯ সেপ্টেম্বর ফরিদপুর থেকে বাসের মালিক জয়নালকে এবং ১২ সেপ্টেম্বর একই জেলার সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকা থেকে চালক মহিত মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এমএম মোশেের্দর আদালতে হাজির করা হলে জামিনের জন্য আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক দু’জনকেই জামিন দেয়।