সিইউএসটিতে সেমিনার

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সেন্ট্রাল ইউনিভাসিির্ট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (সিইউএসটি) ‘ইউথ লিডারশীপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এডুকেশন অ্যান্ড কেরিয়ার গাইডলাইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন সিইউএসটির প্রতিষ্ঠাতা এবং বোডর্ অব ট্র্রাস্টিজের ম্যানেজিং ট্রাস্টি ও সদস্য সচিব প্রফেসর গাজী এম এ সালাম। বিশেষ আলোচক ছিলেন ইউনিভাসিির্টর ট্রেজারার (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ আখতার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. পাড় মশিয়ূর রহমান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইংয়ের কো-অডিের্নটর ও সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন প্রমুখ। সেমিনারে কী-নোট স্পিকার হিসাবে বক্তৃতা করেন সিইউএসটির বোডর্ অব ট্র্রাস্টিজের এসোসিয়েট সদস্য মিস জারিন তাসনিম জান্নাত ও মিস্ আমরিন তাসনিম জায়মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েট সদস্য মিস সাজিয়া ও মিস আকিফা। বিজ্ঞপ্তি