দশ হাজার পানি পুরির গণেশ!

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পানি পুরির গণেশ
গণেশ চতুথীর্ পূজা ঘিরে এক বিস্ময়কর আয়োজন করেছে ভারতের পুনে শহরের ‘গণেশ ভেল’ নামে এক দোকানের মালিক। প্রায় ১০ হাজার পানি পুরি দিয়ে তিনি নিমার্ণ করেছেন গণেশ আবক্ষ। দোকান মালিক রামেশ গোমেওয়ার বলেন, ২০১১ সালে আমি এ ধারণাটি পাই। ভেলের উপকরণ দিয়ে আমাদের একটি গণপতি ছিল। তখন আমার মনে হলো পানি পুরি দিয়ে গণেশ আবক্ষ তৈরি করলে কেমন হয়! পানি পুরি দিয়ে তৈরি গণেশ আবক্ষের নকশা করেন চিত্রকর প্রশান্ত সালুনখি। তিনি বলেন, আমি ১০ হাজার পানি পুরি দিয়ে এটি নিমার্ণ করি। এর জন্য আমাকে ১০০ ঘণ্টার মতো সময় দিতে হয়। খুব সহজে যাতে নষ্ট না হয় এজন্য তুলনামূলক শক্ত পুরি এতে ব্যবহার করা হয়েছে।