এবার ট্রাক মিলবে অ্যাপে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দেশের বিভিন্ন স্থানে পণ্য ও মালামাল নিয়ে যেতে ট্রাক ভাড়া করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ‘ট্রাক লাগবে’ নামে এই অ্যাপটির বাণিজ্যিক যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। এর আগে অ্যাপটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ প্রকাশিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর চলতি বছরের আগস্ট মাসে অ্যাপটির নতুন সংস্করণ গুগল প্লে-স্টোরে প্রকাশ করা হয়। পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা বিগত নয় মাসে ৬ হাজার তিনশ ট্রিপ পরিচালনা করেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। ছোট পিকআপ ভ্যান থেকে শুরু করে মাঝারি বা বড় আকারের খোলা ট্রাক এবং কাভাডর্ ভ্যান ‘ট্রাক লাগবে’ অ্যাপের মাধ্যমে ভাড়া করা যাবে। এতে কনটেইনারবাহী প্রাইম মুভার, ডাম্প ট্রাক, রেকার এবং ক্রেনও ভাড়া পাওয়া যাবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের পরিচালক উপসচিব কাজী হোসনে আরা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের উদ্দীপ্ত তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা তরুণদের উদ্ভাবন নিয়েই কাজ করে যাচ্ছি।’ অনুষ্ঠানে ‘ট্রাক লাগবে’-এর চিফ অপারেটিং অফিসার মীর হোসাইন ইকরাম অ্যাপটির বিস্তারিত তুলে ধরেন।