উড়ে এসে কেউ আমাদের রক্ষা করবে না: ফখরুল

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর Ñযাযাদি
বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার আমার এই দেশ আমাদেরই রক্ষা করতে হবে। অন্য কেউ উড়ে এসে আমাদের রক্ষা করবে না।’ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন এবং বতর্মান রাজনৈতিক পরিস্থিতির ওপর বহুদলীয় মতবিনিময় শীষর্ক এই আলোচনা সভার আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সভায় মিজার্ ফখরুল ইসলাম বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে বিএনপি নেতাকমীের্দর নামে সাড়ে চার হাজার গায়েবি মামলা দেয়া হয়েছে। আসামি করা হয়েছে দুই লাখ ৩০ হাজার নেতাকমীের্ক। মূলত সরকার ভীতসন্ত্রস্ত হয়ে এগুলো করছে। তারা বুঝতে পেরেছে বিএনপি নিবার্চনে এলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই বিএনপিকে নিবার্চন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। সরকার এটাও জানে দেশনেত্রী কারাগার থেকে মুক্ত হয়ে বাইরে আসলে জনগণ তাদের ধুলোর মতো উড়িয়ে দেবে। তাই ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগারে আটক রাখা হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবিও জানান মিজার্ ফখরুল। নিবার্চন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নিবার্চনে যেতে চাই। কিন্তু কোন নিবার্চন যে নিবার্চনে জনগণ ভোট দিতে পারে না। সেই ধরনের নিবার্চনে আমরা যাব না। এই রকম ভাঙা লোক দিয়ে নিবার্চন হবে না। পুলিশ দেখলে যারা ভয় পায় এরা নিবার্চন পরিচালনা করবে কি করে।’ নিবার্চনের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করে মিজার্ ফখরুল বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার দেশনেত্রীকে মুক্তি দিন। সব নেতাকমীের্দর মিথ্যা মামলা প্রত্যাহার করুন। সংসদ ভেঙে দিয়ে নিবার্চনে সেনা মোতায়েন করুন।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার গঠিত মেডিকেল বোডের্র সমালোচনাও করেন মিজার্ ফখরুল। তিনি বলেন, ‘আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অসুস্থ বেগম জিয়ার চিকিৎসার কথা বলেছিলাম। তার ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোডর্ গঠনের কথা বলেছিলাম। তিনি আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি।’ মিজার্ আলমগীর বলেন, স্বৈরাচার সরকারের কনফিডেন্সের অভাব দেখা দেয় তখন তারা এমন নিযার্তনের পথ বেছে নেয়। ১৬ কোটি মানুষের ওপর পাথর চাপিয়ে আর কতদিন ক্ষমতায় থাকবেন? সুপরিকল্পিতভাবে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই সরকার ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দিয়ে এখন সরকার বিএনপিকে দমন করতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পাটির্ (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মওলানা আব্দুর রকিব, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, লেবার পাটির্র চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য রাখেন।