গ্রীষ্মকালীন সবজি চাষে সুরেশ্বর মল্লিকের সাফল্য

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

খুলনা অফিস
খুলনা ডুমুরিয়ার বরাতিয়ায় গ্রীষ্মকালীন পালংশাক চাষে অধিক লাভবান হয়েছেন বগার্চাষি কৃষক সুরেশ্বর মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া বøকের গোবিন্দকাটি গ্রামের হতদরিদ্র মৃত অধীর মল্লিকের পুত্র। জানা গেছে, সুরেশ্বর মল্লিকের পৈতৃক সূত্রে আবাদযোগ্য জমি না থাকায় অন্যের জমি বগার্ নিয়ে তিনি পালংশাকসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। সঠিক সময়ে পরিচযার্ করে তিনি অধিক ফলন পেয়েছেন। তিনি জানান, সবজির বাজার দর ভালো থাকায় এবার তিনি অধিক লাভবান হবেন। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে পালংশাকের চাষ করেছেন এই বগার্চাষি। এ প্রতিবেদকে তিনি জানান, এতে তার মোট খরচ হয়েছে মাত্র ৬ হাজার টাকা। অথচ বুধবার পযর্ন্ত তিনি সবজি বিক্রি করেছেন ৪২ হাজার টাকা। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কমর্কতার্ মো. নজরুল ইসলাম জানান, সুরেশ্বর মল্লিক একজন নিয়মিত বগার্চাষি। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার সবজি চাষের ওপর তাকে নিয়মিত পরামশর্ ও সহযোগিতা দেয়া হয়।