লালপুর হাসপাতালে পানির পাম্প বিকল

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। টয়লেটসহ জরুরি প্রয়োজন মেটাতে হচ্ছে বাইরে থেকে আনা পানি দিয়ে। হাসপাতালে গিয়ে দেখা যায়, সাত দিন ধরে পানির পাম্প বিকল থাকায় প্রায় সবগুলো টয়লেট পানির অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালে ভতির্ হওয়া রুস্তম আলী (৬০) নামে এক রোগী জানান, পানির অভাবে টয়লেটসহ অন্যান্য জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম (৫০) জানান, জরুরি প্রয়োজনে টয়লেটে গিয়েছিলাম কিন্তু টয়লেটের অবস্থা খুবই খারাপ। পানি না থাকায় ব্যবহার করতে পারলাম না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রবীণ কুমার প্রামানিক জানান, পাম্পটি বিকল হওয়ায় মেরামতের জন্য বনপাড়ায় নেয়া হয়। কিন্তু সেখানে মেরামত করতে না পারায় তা নাটোর জনস্বাস্থ্য প্রকৌশলে পাঠানো হয়েছে। আজ কালের মধ্যেই পাম্প আবার বসানো হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আনছারুল হক জানান, সবর্দা পানির সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন।