পটিয়ায় বাপবিবোডের্র দুনীির্তবিরোধী গণশুনানি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোডর্ কতৃর্ক গঠিত দুনীির্তবিরোধী টাস্কফোসের্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের পটিয়ায় উপজেলা নিবার্হী কমর্কতার্র কাযার্লয়ে দুনীির্তর এৎবু অৎবধ-এর কারণসমূহ চিহ্নিতকরণ ও প্রতিকার ইত্যাদি নিধার্রণের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোডের্র সদস্য (প্রশাসন) এবং টাস্কফোসের্র আহŸায়ক মো. ইয়াকুব আলী পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোডের্র প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন মিয়া, নিবার্হী পরিচালক অরুণ কুমার চৌধুরী, বাপবিবোডের্র পরিচালক ঢালী ইউসুফ আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আবু বকর সিদ্দীকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ রাসেলুল কাদের। এ ছাড়াও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমেদ টিপু, পটিয়া পৌরসভার মেয়র মো. হারুন-অর-রশিদ, পটিয়া সাকেের্লর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন খানসহ দুনীির্ত/হয়রানির শিকার এবং অভিযোগ রয়েছেÑ এমন গ্রাহক/বিদ্যুৎ সংযোগপ্রত্যাশীরা, এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি