সরাইলে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোপন বৈঠক করার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির গোলাম সারোয়ারসহ ৫ জামায়াত নেতাকমীের্ক গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সরাইল বিশ্বরোড মোড়ের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামায়াত নেতারা হলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনাম খা, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের জামায়াত নেতা মো. শাহজাহান ও একই উপজেলার ভ‚ড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মো. ছায়েদ আলী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্বরোড মোড়ের একটি হোটেলে অভিযান চালিয়ে গোপন বৈঠক চলার সময় জেলা জামায়াতের আমিরসহ ৫ নেতাকমীের্ক গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সরাইল থানার পরিদশর্ক (তদন্ত) মো. নূরুল হক ৫ জামায়াত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, তারা নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে রাষ্ট্র বিরোধী কাজের ষড়যন্ত্র করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর রাতে সরাইল উপজেলা জামায়াতের আমিরসহ ৭ নেতাকমীের্ক গ্রেপ্তার করা হয়েছিল।