অজ্ঞান ও মলম পাটির্র চার সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩২

যাযাদি রিপোটর্
রাজধানীর তেজগঁাও থানাধীন কারওয়ান বাজার এলাকা থেকে অজ্ঞান ও মলম পাটির্র চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তাররা হলোÑ মিজানুর রহমান (৩৮), সৈয়দ সোলাইমান (৩৫), ওসমান খান (৩২) ও মোখলেছুর রহমান (৬৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০ পিস চেতনানাশক ট্যাবলেট, দুটি টুথ পাউডারের কৌটা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। বুধবার রাতে কারওয়ান বাজারের পেট্রোবাংলা টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা ঢাকা শহরের বিভিন্নস্থানে বিশেষ করে ফামের্গট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্যভবন ও গুলিস্তান এলাকায় অপরাধমূলক কাযর্ক্রম চালাতেন। তাদের দলনেতা পলাতক আবুল হোসেনের নেতৃত্বে সাধারণ মানুষের অসতকর্তার সুযোগ নিয়ে বাস, রিকশা ও সিএনজিতে জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারের সঙ্গ চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দিত তারা এবং চোখে মলম লাগিয়ে দিত। তারপর অজ্ঞান হয়ে পড়লে সবর্স্ব লুটে নিয়ে পালিয়ে যেত। এ সংক্রান্ত অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে তেজগঁাও থানায় মামলা করা হয়েছে।