নিবার্চনের আগে যাচ্ছেন না হষর্বধর্ন শ্রিংলা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৪

যাযাদি ডেস্ক
নিবার্চনের আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পদে পরিবতর্ন আসছে না। এর ফলে এখনই ঢাকা ছাড়ছেন না ভারতীয় রাষ্ট্রদূত হষর্বধর্ন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমর্কতার্রা জানিয়েছেন, প্রায় তিন বছর বাংলাদেশে কমর্রত শ্রিংলা প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বদলি হবেন এটা ঠিক, তবে তা নিবার্চনের আগে নয়। কারণ হিসেবে ওই কমর্কতার্রা জানান, নিবার্চনের ঠিক আগে সম্পূণর্ নতুন একজন রাষ্ট্রদূত, যাকে বাংলাদেশের সঙ্গে সম্পকর্ গড়ে তুলতে হবে, এমন কাউকে কিছুতেই ভারত ঢাকায় পাঠানোর ঝুঁকি নেবে না। সেটা হতে পারে ভোটের পরে। ভারতীয় রাষ্ট্রদূতদের মধ্যে কেবল পঙ্কজ সরণ তিন বছর ৯ মাস (মাচর্ ২০১২-ডিসেম্বর ২০১৫) ঢাকায় কমর্রত ছিলেন। কিন্তু তার আগের প্রায় সব রাষ্ট্রদূত তিন বছর বা তার কম সময় বাংলাদেশে অবস্থান করেছেন। হষর্বধর্ন শ্রিংলা ঢাকায় তিন বছর ধরে কমর্রত আছেন এবং পেশাদার ক‚টনীতিক হিসেবে উনার বদলি হবে। এদিকে ঢাকায় রাষ্ট্রদূত করে বাঙালি কাউকে পাঠানো হবে নাকি অবাঙালি কেউ আসবেন তা নিয়ে সাউথ বøকে বার বার বিতকর্ হয় এবং এই পুরনো বিতকর্ আবার মাথাচাড়া দিচ্ছে। অবশ্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক রিভা দাস গাঙ্গুলির নাম শোনা যাচ্ছে। এ বিষয়ে ভারতের একাধিক কমর্কতার্ বলেন, এটি এখনো নিশ্চিত হয়নি। তবে ঢাকার সূত্র জানায়, রাষ্ট্রদূত পরিবতর্ন সংক্রান্ত কোনো ইঙ্গিত তারা এখনো পাননি।