১৯ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
সারাদেশে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ১৯ প্রতিষ্ঠানকে চার লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া ক্ষমতাবলে ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক, চাল, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।