ধর্ষকের কঠিন বিচার দাবি মহিলা পরিষদের

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার মাস্টারমাইন্ড স্কুলের সামনে এ মানববন্ধন পালিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী-অভিভাবক ও নারী নেত্রীরা। কলাবাগানে নিহত ছাত্রীর মা বলেন, 'আমার মেয়ের শরীরে কিছু দিয়ে আঘাতের চিহ্ন থাকলেও ফরেনসিক রিপোর্টে তা গোপন করা হচ্ছে। মরদেহের ছবিতে তা স্পষ্টভাবে দেখা গেলেও গোপনের চেষ্টা করা হচ্ছে।' এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকের কঠিন বিচারের দাবি জানান তিনি। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, 'নারীর প্রতি সহিংসতা রোধে ভুক্তভোগীদের পাশে থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং মর্মান্তিক। নারীর প্রতি সমাজের নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি চলমান তার কারণে মেয়েটি এ ঘটনার শিকার হলো। ঘটনাটি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা কাজ করছেন তাদের অত্যন্ত সংক্ষুব্ধ করে তুলেছে।'