বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে

হাফিজার রহমান
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

নওগাঁর বদলগাছীতে ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষ। কয়েক দিন ধরে শীত ও ঘন কুয়াশায় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বদলগাছীতে শুরু থেকেই শীত অনেক বেশি হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই ঠান্ডাজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা সদর ইউনিয়ন পরিষদের গোরশাহী গ্রামের আবুল হোসেন ও খালেক বলেন, তাদের এলাকায় অনেক বেশি শীত পড়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুরাও কষ্টে

রয়েছে। প্রতিটি কৃষকের বাড়িতেই ৬ থেকে ১০টি গরু আছে। ঠান্ডার

\হকারণে গরুর যেন কোনো অসুখ না হয় এজন্য যতদূর সম্ভব সাবধানে রাখার চেষ্টা করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা বলেন, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী বেশি আসছে।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, এ বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে