টেকনাফে পাচারকালে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে টেকনাফে পাচারকালে ৯০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। অভিযানের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফায়সাল হাসান খান (পিএসসি)। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর মধ্যবর্তী জলিলের দ্বীপে কৌশলে অবস্থান নেন। কিছুক্ষণ পর দুজন ব্যক্তিকে ২টি বস্তা কাঁধে নিয়ে আসতে দেখে তাদের ধাওয়া করে দুটি বস্তাসহ। গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার শেয়ারীপাড়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে মো. সাবের (২৬) এবং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মো. আলী আহমদের ছেলে মো. করিম মোলস্নাহ (২১)। প্রকাশ করিম তাদের গ্রেপ্তার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে যান। পরে বস্তা ২টি গণনা করে ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।