শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিমপুরে মৃতু্যদন্ডপ্রাপ্ত কয়েদির মৃতু্য

গাজীপুর প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শনিবার সকালে এক মৃতু্যদন্ডপ্রাপ্ত কয়েদি মারা গেছেন। মৃত কান্তি মারাক (৪৪) শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারী এলাকার নীতিশ মান্দার ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের

সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কান্তি মারাক নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মৃতু্যদন্ডপ্রাপ্ত ছিলেন। প্রায় তিন বছর ধরে তিনি কারাবন্দি ছিলেন। বেশ কিছুদিন ধরে যক্ষ্ণা রোগে ভুগছিলেন এবং কারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিচ্ছিলেন।

শনিবার সকাল ৭টার দিকে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৮টার দিকে কান্তি মারাককে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে