বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবার বিশাল চালান আটক

কক্সবাজার প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৫ লাখ ২০ হাজার বিশাল ইয়াবার চালান জব্দ করেছে বিজিবির সদস্যরা। এসময় একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়।

রোববার ভোররাতে নাফ নদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান, ভোররাতে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার তথ্য জানতে পেরে নাফ নদী এবং স্থলভাগে কৌশলী অবস্থান নেন। কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণে দেখা যায় নাফ নদীর মধ্যবর্তী লালদ্বীপ থেকে একটি কাঠের নৌকা নিয়ে ৪ জন লোক জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে যাচ্ছেন, এসময় বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়। তখন দুষ্কৃতকারীরা অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবি কৌশলী অবস্থান নেয়। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে এক পর্যায়ে মাদক কারবারিরা নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে তাদের ব্যবহূত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তলস্নাশি চালিয়ে ৫টি বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। আটককৃত এসব ইয়াবার বাজারকৃত মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে