বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিগগিরই ডিজিটালি ই-নামজারি মামলার শুনানি শুরু

যাযাদি রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।

ভূমি সচিব বলেন, ডিজিটাল পস্নাটফর্মে ই-নামজারি মামলার শুনানি গ্রহণ শুরু হলে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহণের হার আরও কমবে। মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বাড়বে।

সভায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালসহ বাংলাদেশের সব বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে