ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ মার্চ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
বৈদেশিক মুদ্রা পাচার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২১ মার্চ ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ আদেশ দেন। এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল; কিন্তু আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। গত ১৯ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে গত ১৮ ফেব্রম্নয়ারি রাজধানীর গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সিআইডি মামলাটি করে। অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গ্রেপ্তার করের্ যাব।