টকশোতে পি কে হালদার

৭১ টিভিকে সতর্ক করে রুল নিষ্পত্তি হাইকোর্টের

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক এনআরবি গেস্নাবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারের সঙ্গে টকশোতে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খানকে ডাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এছাড়া প্রচারের বিষয়ে ভবিষ্যতের জন্য একাত্তর টিভিকে সতর্ক কারা হয়েছে। এ বিষয়ে আদালত বলেছেন, 'পৃথিবীর কোথায় আছে যে, আসামির সঙ্গে আইনজীবীকে টকশোতে ডাকে?' পি কে হালদারকে নিয়ে একাত্তর টেলিভিশনের সাক্ষাৎকার ও টকশো প্রচারের বিষয়ে শুনানিতে হাইকোর্ট এমন প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করেন।' রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানি হয়। এদিন শুনানিতে পি কে হালদারের বক্তব্য প্রচারের বিষয়ে একাত্তর টিভিকে সতর্ক করেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দেন।