বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় ধরা পড়ল ২০ কেজি ওজনের বাগাড় মাছ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০
২০ কেজির বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে গোপাল জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ওজনের একটি বিশাল বাগাড় মাছ। সোমবার সকালে দৌলতদিয়া আনো খাঁন এর আড়তে মাছটি নিয়ে এলে সাদিয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মোহাম্মদ মৃধা মাছটি ১১শ' টাকা কেজি দরে কিনে নেন।

গোপাল হালদার বলেন, 'সোমবার ভোর রাতে চর মহিদাপুর এলাকায় ফেসন বেড় জাল নদীতে ফেলি। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ পাই। দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ মৃধার কাছে বিক্রি করে দেই।'

মাছ ব্যবসায়ী মোহাম্মদ মৃধা বলেন, 'গোপাল হালদারের জালে বিশালকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ছে এমন খবর শুনে সেখানে যাই। প্রতি কেজি ১১শ' টাকা কেজি ধরে মোট ২২ হাজার টাকায় মাছটি কিনি। ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১২শ' টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করি।'

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাবে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে